প্রয়াত সহযোদ্ধা জসীমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু রাবিপ্রবি ছাত্রদলের
- ১৪ জুলাই ২০২৫, ১৯:৫২
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদলের মরণোত্তর সংগঠক জসীম উদ্দিনের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে রাবিপ্রবি ছাত্রদল। শুক্রবার (১১ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় জসিম উদ্দিনের বাড়িতে যান রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজ খবর নেন তারা।
এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ার, সদস্য সচিব জিসান আহমেদসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ স্বাক্ষরে রাবিপ্রবি ছাত্রদলের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।