দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র উঠে এসেছে। চলতি বছরের ফলাফলে বোর্ডের অধীন ১৩টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এই বিদ্যালয়গুলো থেকে মোট ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

যে বিদ্যালয়গুলো থেকে কেউ পাস করেনি তা হলো, রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়,পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়,গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়,গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়,নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট জেলার সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত খামার উচ্চ বিদ্যালয়,ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়,পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়। শিক্ষা বোর্ডের এই ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবক মহল ও শিক্ষা সংশ্লিষ্টরা।