মিরসরাই ট্র্যাজেডির ১৪ বছর, আজও থামেনি নিহত ৪৫ জনের স্বজনদের কান্না
- ১৩ জুলাই ২০২৫, ০১:৫৮
আজ ১১ জুলাই, মিরসরাই ট্র্যাজেডির ১৪ বছর। ২০১১ সালের এই দিনে মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ৪৫ জন। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলপড়ুয়া শিক্ষার্থী। সেদিনের সেই শোকাবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় এলাকাবাসী ও স্বজনদের।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন, আবুতোরাব ফাজিল মাদরাসার দুইজন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের দুইজন শিক্ষার্থী নিহত হয়। এছাড়া এক অভিভাবক, দুইজন ফুটবলপ্রেমী যুবকসহ ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।
নিহত শিক্ষার্থীদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।
প্রতিবছর জুলাইয়ের ১১ তারিখ আসলে মিরসরাইয়ের মানুষের চোখে ভাসে সেদিনের ভয়াল দৃশ্য, এঘটনা আজও কাঁদায় পরিবার, স্বজন ও প্রতিবেশীদের। সন্তান হারানোর ১৪ বছর পরও ভুলতে পারেননি তারা।