জামালপুরের একটি প্রতিষ্ঠান থেকে এসএসসিতে অংশ নেন একজন, করলেন ফেল
- ১২ জুলাই ২০২৫, ২৩:১৪
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ হুসনারা ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু সেই একজনই ফেল করেছে। পুরো বিদ্যালয়ে একমাত্র পরীক্ষার্থীর নামের পাশে অকৃতকার্য শব্দটি যেন প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম মুঠোফোনে ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুধুমাত্র একজন পরীক্ষার্থী থাকলেও ফলাফলের এমন চিত্র অত্যন্ত দুঃখজনক। এসব প্রতিষ্ঠান নিয়ে আমরা বিশেষ মনিটরিং করব এবং কারণ অনুসন্ধান করা হবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় জামালপুর জেলার মোট পরীক্ষার্থী ছিল ২৫ হাজার ৯৭৭ জন, এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৬৩৬ জন। পাসের হার ৬০.১৯ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জামালপুর জেলা পাসের হারে শীর্ষে রয়েছে।