জিএসএলে সাকিবের ফিফটি, বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি
- ১৩ জুলাই ২০২৫, ২০:৩৬
সাকিব আল হাসানের দিন শেষ—এমন কথাই বাতাসে ভাসছিল। তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। রাজনৈতিক পট-পরিবর্তনে দেশের ক্রিকেটেও দেখা মেলে না তার। ক্ষোভ আর আক্ষেপে ভারত সফরে টি-টোয়েন্ট ফরম্যাট থেকে অবসরের প্রসঙ্গটি ফের প্রকাশ্যে এনেছিলেন। তবে দেশের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার আভাসও দিয়েছিলেন।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতা আর যাচ্ছে-তাই ব্যাটিংয়ে মান বাঁচানো (১৫৪ রান) পুঁজি পেয়েছে টাইগাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন বাদে কারও ব্যাটিং অ্যাপ্রোচই টি-টোয়েন্টিসুলভ না।
একই দিনে সাকিব আল হাসান-ও মাঠে নেমেছেন। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। সুযোগ পেয়েই জ্বলে উঠলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ইনিংসের অষ্টম ওভারে ৫৮ রানে দিল্লি তৃতীয় উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। প্রতিকূল পরিস্থিতিতে বরাবর ঘুরে দাঁড়ানো সাকিব আরেকবার জ্বলে উঠলেন।
আগ্রাসী ব্যাটিংয়ে রীতিমত তাণ্ডব চালান সাবেক এই টাইগার অধিনায়ক। ইনিংসের শেষ ওভারে হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ৭ চার আর এক ছক্কায় শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাকিব। স্বীকৃতি টি-টোয়েন্টিতে তার ৩৩তম ফিফটি এটি। তার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস।