গোবিপ্রবির ৭ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাতটি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিতান খানম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব অহনা আরেফিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুজাহিদুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. গোলাম সারোয়ার, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জনাব তানহা তাবাসসুম তিষা এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মোস্তফা কামাল কে বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক ৩ (তিন) বছরের জন্য বিভাগীয় চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ জন্য তাঁরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।