একাদশ শ্রেণিতে ভর্তি শুরু কবে?
- ২০ জুলাই ২০২৫, ১৭:২০
আর কিছুক্ষণ পরেই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর মাধ্যমে ১৯ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।এদিকে এবারও দুই সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করা হতে পারে। ফলে চলতি মাসেই কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে কলেজে ভর্তির আবেদন শুরু হবে। আবেদনের জন্য শিক্ষার্থী ১৫ থেকে ২০ দিনের মতো সময় পাবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
যেভাবে দেখা যাবে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হবে দুপুর ২টায়। আর ফল জানা যাবে অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই। এসএসসি পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন : SSC Dha 123456 2025)।
দাখিল পরীক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে। এছাড়া www.educationboardresults.gov.bd-এ গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে। মোবাইল থেকে ফল পেতে লিখতে হবে — Dakhil MAD [রোল নম্বর] 2025—এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন : Dakhil MAD 123456 2025)।
ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু কাল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার থেকে পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত। আবেদনের পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে
কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে। যদি একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষা করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।