দুই দিনেও খোঁজ মিলেনি চবি শিক্ষার্থী অরিত্রের

সমুদ্রে নিখোঁজ চবি শিক্ষার্থীর সন্ধান মিলেনি এখনও
সমুদ্রে নিখোঁজ চবি শিক্ষার্থীর সন্ধান মিলেনি এখনও © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের হিমছড়ি সৈকতে দুই দিন আগে সাগরে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের এখনো কোনো খোঁজ মিলেনি। টানা ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও তার খোঁজ পায়নি পরিবার। তার সন্ধানে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। সন্তানকে ফিরে পেতে অপেক্ষায় চোখে পানি নিয়ে পথ চেয়ে আছেন পরিবার, বন্ধু ও সহপাঠীরা।

গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি জাদুঘরের সংলগ্ন সমুদ্রসৈকতে গোসলে নেমে হঠাৎ উচ্ছ্বসিত ঢেউয়ের টানে সাগরে তলিয়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী—কে এম সাদমান রহমান সাবাব, আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ভাগ্যজনক এই ঘটনার দিনই উদ্ধার করা হয় ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম সাদমান রহমান সাবাবের মরদেহ। পরদিন (বুধবার) সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া উপকূলে ভেসে আসে বগুড়ার সন্তান আসিফ আহমেদের নিথর দেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন বগুড়ারই আরেক শিক্ষার্থী তরুণ অরিত্র হাসান।

উদ্ধার অভিযানের বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুজনের মরদেহ ভেসে এলেও দুঃখজনকভাবে এখন পর্যন্ত অরিত্র হাসানের সন্ধান মিলেনি। আমাদের উদ্ধার অভিযান চলমান আছে এবং প্রতিনিয়ত এলাকাটি মনিটর করা হচ্ছে।’

এর আগে, গতকাল ৯ জুলাই কক্সবাজার সমিতিপাড়ার সমুদ্র সৈকতে ভেসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ।