বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

জব্দ করা মাদক ও চোরাই পণ্য
জব্দ করা মাদক ও চোরাই পণ্য © টিডিসি

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ জুলাই) দিনভর অভিযান চালিয়ে বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট-সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টু-পিস, চকলেট, সিটি গোল্ড পণ্যে ব্যবহারযোগ্য আইটেম, বিভিন্ন ধরনের ওষুধ এবং কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে আমরা উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘পাচার চক্রকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এমন তৎপরতায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।