নাটোরে সেনাবাহিনীর অভিযানে ইমু হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক
- ১০ জুলাই ২০২৫, ০৭:৪৭
নাটোরের লালপুর উপজেলায় ইমু অ্যাপ ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও প্রতারণায় জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় এই গোপন অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ অ্যাপ ‘ইমু’ ব্যবহার করে দেশি-বিদেশি নাগরিকদের সঙ্গে নারীকণ্ঠে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত তারা। শুধু তাই নয়, এ চক্রটি নিয়মিত মাদক সেবন, এলাকায় কিশোর গ্যাং পরিচয়ে প্রভাব বিস্তার এবং যুবসমাজকে বিপথে প্ররোচিত করছিল।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু কমেছে, আক্রান্ত কত?
আটককৃতরা হলো: মো. রিয়াজ আহাম্মেদ, মো. রাব্বি হোসেন, মো. আবির আলী, মো. পান্তো, মুরাদ, কাওসার, রাসেল, সানজিদ, মো. কাওসার মুন্না, মমিন, মো. রিদওয়ান এবং সাগর আলী।
অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য আলামত জব্দ করে। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে:১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,১২টি বাটন মোবাইল ফোন,৩০টি অতিরিক্ত সিমকার্ড,১টি দেশীয় তৈরি অস্ত্র,৫ পিস ইয়াবা,স্বল্প পরিমাণ গাঁজা
পরবর্তীতে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’