কোন বাহুল্য ছাড়াই হচ্ছে এসএসসির ফল, সময় লাগছে দুই মাসেরও কম

উপদেষ্টা ড. সি আর আবরার
উপদেষ্টা ড. সি আর আবরার © ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশে থাকছে না কোনো বাহুল্য বা আনুষ্ঠানিকতা। নির্ধারিত সময়ের আগেই, মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে। অনারম্বরভাবে ফলাফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে। 

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।