সাফ অনূর্ধ্ব-২০ দল ঘোষণা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ নারী দল
সাফ অনূর্ধ্ব-২০ নারী দল © সংগৃহীত

আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ–এর জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ পিটার জেমস বাটলারের অধীনে এই দল চূড়ান্ত করা হয়েছে। প্রতিযোগিতাটি আগামী ১১ জুলাই থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষ অনূর্ধ্ব-২০ দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

এবারো নানা পর্যায়ের ফুটবলের সম্ভাবনাময় ও পরীক্ষিত মুখদের নিয়ে দল সাজানো হয়েছে, যাদের অনেকেই ঘরোয়া ফুটবলে ইতোমধ্যেই নজর কেড়েছে। বিশেষ করে, গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত প্রতিটি পজিশনে রাখা হয়েছে ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান ফুটবলারদের।

২৩ সদস্য-এর স্কোয়াড: 

গোলকিপার: স্বর্ণা রানী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসী আক্তার স্বর্ণালি 

ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফ্রিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানম আক্তার ও রুমা আক্তার 

ফরোয়ার্ড: নবিরান খাতুন, তৃষ্ণা রানী, মোসা. সাগরিকা, উমেহ্লা মারমা, পুজা দাস, 

মিডফিল্ডার: কানন রানী, ঐশী খাতুন, ওয়েন্তু বালা মাহাতু, বন্যা খাতুন, মুনকি আক্তার,  সিহনা জাহান শিখা, শান্তি মারদি ও নাদিয়া আক্তার জোতি