সংস্কার শেষে ফের চালু হচ্ছে কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া © টিডিসি

সংস্কার কাজের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া বুধবার (৯ জুলাই) সকাল থেকে আবার চালু হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখে সকাল থেকেই ক্যাফেটেরিয়া কার্যক্রম শুরু হবে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তিদের  কাছে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা ভিজিটে যাব। আগামীকাল থেকে শিক্ষার্থীরা সকাল, সন্ধ্যা, দুপুর, রাতে ক্যাফেটেরিয়ায় খাবার গ্রহণ করতে পারবে। আমরা চাই শিক্ষার্থীরা শৃঙ্খলভাবে আনন্দমুখর পরিবেশে খাবার গ্রহণ করুক। ক্যাফেটেরিয়ার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি ছিল চরমে। প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।