কক্সবাজারে নিখোঁজের পর ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয়
ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয় © টিডিসি ফটো

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল হোসেন দুর্জয় (৪০) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, দুপুর ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় স্থানীয়রা একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গত রাত ১০টার পর বুকের ব্যথা নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক শফি উল্লাহর কাছে যান দুর্জয়। চিকিৎসা শেষে বাসার পথে ডাক্তার এগিয়েও দিয়েছিল দুর্জয়কে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন বলেন, ‘রাত থেকে দুর্জয়ের মুঠোফোনে সংযোগ না পেয়ে পরিবারের সদস্যরা নিখোঁজ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন, তাই তারা ধারণা করেছিলেন গ্রেপ্তার হয়েছেন কিনা।’

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানিয়েছেন, পরবর্তীতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।