মাস্টার্স ভর্তি কার্যক্রমের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়, লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয়, লোগো © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি ফরম পূরণ ও রেজিস্ট্রেশন ফি জমাদানের শেষ সময় ১০ জুলাই ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেধা তালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে বর্তমান প্রোগ্রামে ভর্তি হতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া, ক্লাস শুরু হবে ২০ জুলাই ২০২৫ থেকে। ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ প্রতি শিক্ষার্থী ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৫ জুলাই থেকে ২১ জুলাই ২০২৫ এর মধ্যে ফি সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ভর্তি তথ্য যাচাই করে ১৯ জুলাই ২০২৫ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। তথ্য বা ছবিতে কোনো অসংগতি পরিলক্ষিত হলে তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের “Prospectus ও Important Notice” অপশনে পাওয়া যাবে।