যুবদল কর্মীকে অপহরণের পর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
- ০৮ জুলাই ২০২৫, ১৯:২১
যশোরের শার্শায় জাহিদ হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে অপহরণের পর লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে পাঁচভুলোট এতিমখানা এলাকার পাশে একটি ফাঁকা মাঠে এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহিদ হাসান পাঁচভুলোট গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে একই গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবার বর্দ্দির ছেলে রাজু বর্দ্দির নেতৃত্বে সুজন, মিলন, ডিটু ও আরও কয়েকজন সন্ত্রাসী জাহিদকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে ওই ফাঁকা স্থানে নিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।