পরীক্ষার হলে স্মার্ট ফোন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় © টিডিসি

নেত্রকোনার বারহাট্টায় এইচএসসি সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বারহাট্টা সরকারি কলেজের ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন শিক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে নকল করার সময় ধরা পড়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।

জানা যায়, সোমবার ছিলো তথ্য ও যোগাযোগ বিষয়ের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্নের ছবি তুলে বাহিরে পাঠিয়ে সমাধান করে আবার মোবাইল দেখে দেখে নকল করছিলো এই তিন শিক্ষার্থী। এই সময় তিনটি রুম থেকে ৩ জনকে মোবাইলসহ হাতেনাতে ধরে তাদের বহিষ্কার করা হয়েছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ গনমাধ্যমকে বলেন, তিনজন শিক্ষার্থী মোবাইল দেখে দেখে পরীক্ষা দিচ্ছিলো। এই তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা এই বছর কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তিনি আরও জানান, তাদের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। কক্ষ পরিদর্শকদের ব্যপারে এখনও কোন সিন্ধান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালীন বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে আরও ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিলো। তারাও বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।