বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সেক্রেটারি মঈন

আবু নাসের ত্বোহা ও  আব্দুল আল মঈন
আবু নাসের ত্বোহা ও আব্দুল আল মঈন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু নাসের ত্বোহা। সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আল মঈন। 

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফাজায়েল আহমেদসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।