যত বেশি অলরাউন্ডার খেলবেন, দলের জন্য তত ভালো: সাইফউদ্দিন
- ০৮ জুলাই ২০২৫, ১৬:৩৫
বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিলেন দীর্ঘ ১৪ মাস। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার আজ শেখ মেহেদী হাসান ও শরীফুল ইসলামের সঙ্গে রওনা হয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “যাত্রাটা অনেক দীর্ঘ ছিল। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেলাম। তবে সুযোগ পাওয়ার চেয়ে সেটি ধরে রাখা অনেক কঠিন। এখন আমার লক্ষ্য হবে জায়গাটা পাকাপোক্ত করা।”
সাইফউদ্দিন জানান, তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন প্রস্তুতিতে, “মিরপুর ও চট্টগ্রামে কয়েকটি ক্যাম্প করেছি। নিজের সেরাটা দিতে চেয়েছি। নির্বাচকেরা হয়তো সন্তুষ্ট ছিলেন বলেই আবারও সুযোগ পেয়েছি।”
সাইফউদ্দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট, ইকোনমি রেট ৮.৭১। ব্যাট হাতে করেছেন ২০৬ রান, গড় ১৮.৭২, স্ট্রাইকরেট ১১৪.৪৪। এখনো ফিফটির দেখা পাননি।
নিজের সাম্প্রতিক উন্নতি সম্পর্কে বলেন, “সুইং, ইয়র্কার আর লাইন-লেংথ ঠিক রাখার দিকগুলো নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল ভাইয়ের (নাজমুল আবেদিন ফাহিম) সঙ্গে কথা হয়েছে। দেখা যাক কতটা কাজে আসে।”
সাইফউদ্দিনের সঙ্গে টি-টোয়েন্টি দলে আছেন আরেক পেস অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। সদ্য শেষ হওয়া দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝোড়ো ২১ বলে ৩৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব। সাইফউদ্দিন বলেন, “তানজিমের পারফরম্যান্স অসাধারণ ছিল। তার ক্যামিও জয়ে বড় ভূমিকা রেখেছে। ইংল্যান্ড দলে যেমন একাধিক পেস অলরাউন্ডার থাকে, আমাদের দলেও এমন ভারসাম্য দরকার। যত বেশি অলরাউন্ডার খেলবে, তত দলের জন্য ভালো।”
বিপিএলে এবার বলার মতো কিছু না করলেও লাল-সবুজ দলের প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন সাইফউদ্দিন। সবুজ দলের হয়ে আট নম্বরে নেমে ৩৮ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
উল্লেখ্য, ২০২৪ বিপিএলে ৯ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। স্ট্রাইকরেট ছিল ১৫৮.৩১, রান ১১১। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। এবার হয়তো সে আক্ষেপ ঘোচাতে চান সাইফউদ্দিন।