ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে ৭ কর্মকর্তার পদত্যাগ
- ২৮ আগস্ট ২০২৫, ১৭:১২
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাতজন একযোগে পদত্যাগ করেছেন। পৃথক সাতটি চিঠিতে তাঁরা সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দেন।
সবগুলো পদত্যাগপত্রেই পদত্যাগকারীরা দুঃখ প্রকাশ করে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের বাইরে থেকে গঠনমূলক পরামর্শ ও সহায়তা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেছেন।
সেচ্ছায় পদত্যাগ করা কর্মকর্তারা হলেন- ইউজিসির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ওমর ফারুখ, সংস্থাটির অর্থ হিসাব ও বাজেট শাখার অতিরিক্ত পরিচালক এবং সংগঠনের সহ-সভাপতি মো. মোস্তাফিজার রহমান, স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের উপ-পরিচালক এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী খান, রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক এবং সংগঠনের সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক এবং কোষাধ্যক্ষ মো. মোরশেদ আহম্মদ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও কার্যকরী সদস্য মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী এবং অর্থ, হিসাব ও বাজেট বিভাগের সহকারী পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. আবদুল্লাহ আল মামুন।
ইউজিসি চেয়ারম্যান বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেছেন, ‘ব্যক্তিগত কারণবশত বর্তমানে অফিসার্স অ্যাসোসিয়েশনের পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমি ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করছি এবং ভবিষ্যতেও সংগঠনের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।’
এই একযোগে সাত নেতার পদত্যাগ ইউজিসির অভ্যন্তরীণ সংগঠনটিতে নেতৃত্বের সংকট তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের ভবিষ্যৎ গতিপথ এখন নতুন নেতৃত্ব বা নতুন নির্বাচনের ওপর নির্ভর করছে।