গত ২৪ ঘণ্টায় এক উপজেলাতেই ডেঙ্গু আক্রান্ত ৬৩ জন

হাসপাতালে ডেঙ্গু রোগীরা
হাসপাতালে ডেঙ্গু রোগীরা © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৩৪১ জন ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করান।সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।

তিনি বলেন, রবিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৩ জনের। 
এর মধ্যে ১৩ জন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৭ জুলাই সকাল ১০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৯ হাজার ৪৪১ জন নারী, পুরুষ ও শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গুরুতর অবস্থায় ৩০ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।