বিসিএস ভাইভা অভিজ্ঞতা

‘সালাম কি শুধু আরবিতেই দিতে হয়?’

মো. ইকবাল মিয়া
মো. ইকবাল মিয়া © টিডিসি সম্পাদিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিষয়ে স্নাতক এবং অ্যানিমেল নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মো. ইকবাল মিয়া। বর্তমানে তিনি ৪৩তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত আছেন। সবশেষ ৪৪তম বিসিএসেও তিনি একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হন। তার ৪৪তম বিসিএস ভাইভার অভিজ্ঞতা শুনেছেন এম. এম. মুজাহিদ উদ্দীন—

সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখেই চেয়ারম্যান স্যার বললেন,‘ভেরি স্মার্ট’। এরপর তিনি আমাকে প্রশ্ন করা শুরু করলেন। 

চেয়ারম্যান: এই যে আপনি আমাদের সালাম দিলেন এর অর্থ কী?
স্যার এর অর্থ হচ্ছে আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

চেয়ারম্যান: সালাম কি শুধু আরবিতেই দিতে হয়— এমন কিছু কি?
শান্তি কামনা করা যে কোন ভাষাতেই করা যায়। এরপর চেয়ারম্যান স্যার আমাকে বসতে বললেন।

চেয়ারম্যান: আচ্ছা ধরুন, আপনি একজন সরকারের  উপদেষ্টা।  নোয়াখালির একটি চরে ক্ষুরারোগ ছড়িয়ে পড়েছে। এই রোগ নির্মূলে আপনি প্রধান উপদেষ্টাকে কী সুপারিশ করবেন? তিনটি সুপারিশ বলুন।
স্যার প্রথমে আমি অসুস্থ পশুদের থেকে সুস্থ পশুদের আলাদা করে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করার জন্য সুপারিশ করব। পরবর্তীতে উক্ত চরে সুস্থ পশুদের ভেকসিনেশনের আওতায় আনার জন্য সুপারিশ করবো। পরবর্তীতে খামারিদের মাঝে ক্ষুরা রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার করার জন্য সুপারিশ করবো। 

চেয়ারম্যান: ক্ষুরারোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয় নাকি? 
জ্বি স্যার। ৮০-৯০ শতাংশই চিকিৎসা প্রদানের মাধ্যমে ভালো হয়।

চেয়ারম্যান: আচ্ছা আপনি যখন ডিপ্রেশনে থাকেন বা থাকতেন তখন কী করে তা কাটিয়ে উঠতেন?
স্যার আমার মা পোশাক কারখানায় জব করত। সেখানে রাতের শিফটেও ডিউটি করতে হয়। আমি যখন হতাশা ফিল করতাম। তখন আমি আমার মায়ের পরিশ্রমের কথা চিন্তা করতাম,তখন আমি শরীরে একটা শক্তি অনুভব করতাম যে আমাকে কিছু হলেও করতে হবে জীবনে।তখন আবার আমি টেবিলে বসে পরতাম পড়ার জন্য।

চেয়ারম্যান: আচ্ছা। এবার বলুন ডেভেলপমেন্টাল ডিজাস্টার কি? উদাহরণ দিয়ে বলুন
স্যার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব সৃষ্টি  হয় তাকে ডেভেলপমেন্টাল ডিজাস্টার বলে। যেমন বনভূমি নিধন করে ঘরবাড়ি তৈরি করা।

চেয়ারম্যান: আমাদের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল?
স্যার বর্বর পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, নিপিড়ন থেকে মুক্তি লাভ করে নিজেদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা ও একটি স্বাধীন বাংলাদেশ গড়াই ছিল মূল উদ্দেশ্য। 

চেয়ারম্যান: ডাটা এনক্রিপশন বলতে কি বোঝায়? উদাহরণ দিয়ে বোঝান।
স্যার, কোন তথ্য বা সংবাদ যার কাছে পাঠানো হবে, সেই তথ্য বা সংবাদ গ্রাহক ছাড়া অন্য কেউ তা ওপেন করতে পারবে না। এ প্রক্রিয়টাই হলো ডাটা এনক্রিপশন। যেমন, আমরা যখন কার্বন কপি করে ই-মেইল পাঠাই, তখন আমরা দেখতে পারি না এই ই-মেইল টা আর কাকে পাঠানো হয়েছে। এটা ডাটা ইনক্রিপশন। 

চেয়ারম্যান: আপনি আপনার অফিসের প্রধান হিসেবে কীভাবে অফিস ম্যানেজমেন্ট করবেন?
স্যার, আমি প্রথমে অফিসে একটি শৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করব। এরপর আমি যার যে কাজ সে কাজ সঠিকভাবে করার জন্য দিকনির্দেশনা দিব এবং সকলকে নিয়ে একটি ইউনিট হিসেবে কাজ করব। 

১ম এক্সটার্নাল: বর্তমানে বাংলাদেশে কী কী সামাজিক সমস্যা রয়েছে বলুন।
দারিদ্র্য, বেকারত্ব, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, আইন শৃঙ্খলার অবনতি।

১ম এক্সটার্নাল: কেন দুর্নীতি নাই সমাজে? 
সরি স্যার। দুর্নীতিও রয়েছে।       

১ম এক্সটার্নাল: এখন বলুন বাংলাদেশ দুর্নীতিতে কততম?
আমি ডাটাটা পড়ে যাইনি।তাই সরি স্যার বললাম। 

১ম এক্সটার্নাল: আপনার অফিসে দুর্নীতি দমনে আপনি কী করবেন?
অফিসের কেউ যাতে দুর্নীতি না করে এজন্য অফিস মনিটরিং ব্যবস্থা জোরদার করব। নীতিবান অফিসারকে পুরষ্কৃত করার মাধ্যমে অন্যদেরকে অনুপ্রাণিত করব এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করবো।

১ম এক্সটার্নাল: UK বলতে কি বুঝেন?
স্যার ইউনাইটেড কিংডম হলো ইংল্যান্ড, ওয়েলস,উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড এর সমন্বয়ে গঠিত।

১ম এক্সটার্নাল: রিপাবলিক আর ডেমোক্রেসির মাঝে তফাৎ কি?
এই উত্তরটা একটু এলোমেলো করে ফেলেছিলাম। 

১ম এক্সটার্নাল: ভিয়েতনাম যুদ্ধ নিয়ে বলুন?
স্যার ভিয়েতনাম যুদ্ধে দুটি পক্ষ ছিল। একটি পূর্ব ভিয়েতনাম আরেকটি পশ্চিম ভিয়েতনাম।  এটা শুনার পর সবাই হাসা শুরু করল। আসলে আমি এটা মনে করতে পারছিলাম না। উত্তর ও দক্ষিন ভিয়েতনাম হবে। এর পর স্যার হেসে বললো আচ্ছা কার পক্ষে কে ছিল।  তখন বললাম পূর্ব ভিয়েতনাম এর পক্ষে রাশিয়া আর পশ্চিম ভিয়েতনাম এর পক্ষে আমেরিকা।  সবাই হাসলেন আবার। 

২য় এক্সটার্নাল: ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কেন পরাজিত হয়েছিল?
স্যরি বললাম সরাসরি। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আর রিস্ক নিতে চাইলাম না।

২য় এক্সটার্নাল: আচ্ছা থ্রি জিরো থিউরি নিয়ে বলুন।
স্যার থ্রি জিরো বলতে শূন্য দারিদ্র্য, শূন্য কার্বন নিঃসরণ ও শূন্য বেকারত্বকে বুঝায়।

২য় এক্সটার্নাল: আচ্ছা ধরুন, আপনি একজন সায়েন্টিস্ট। আপনাকে ফোর জিরো তৈরি করতে হবে। কোনটা যুক্ত করবেন।
স্যার আমি জিরো করাপশন যুক্ত করবো। এটা শুনার পর ২য় এক্সটার্নাল স্যার বললেন ভেরি গুড।

২য় এক্সটার্নাল: এসি ল্যান্ড মিনিং কি? এসিল্যান্ড হিসেবে আপনি আপনার অফিসে কীভাবে দুর্নীতি রোধ করবেন?
এসিল্যান্ড মিনিং হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড। দুর্নীতি নিয়ে আমাকে আগেই এ প্রশ্নটা করা হয়েছিল।আমি একইভাবে আবার বললাম। 

২য় এক্সটার্নাল: আচ্ছা বর্তমান ইনটেরিম গভর্নমেন্ট এর কথা সংবিধানের কোথায় বলা হয়েছে?
স্যার সংবিধানের কোথাও সরাসরি এটার কথা বলা নেই।

২য় এক্সটার্নাল: তাহলে এ সরকার কীভাবে বৈধ হলো? 
আমি ডকট্রিন অব নেসেসিটির কথা বললাম। আর বললাম কোন একটা দেশে যখন বিপ্লব হয়, তখন জনগণের মেনডেট অনুযায়ী এ সরকার গঠনের বিধান রয়েছে। 

২য় এক্সটার্নাল: এটা নৈতিকভাবে বৈধ তাই তো? 
জ্বি স্যার। আসলে স্যার আমার কাছে সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি যে এই সরকারকে শপথ পড়াতে পারে, এটা জানতে চেয়েছিলেন অনুচ্ছেদসহ। এটা আমার মনে ছিল না তখন।

চেয়ারম্যান স্যার আমাকে বেস্ট অব লাক বলে আসতে বললেন।