ছাত্রদলকর্মীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

ইনসেটে ছাত্রদলকর্মী শামীম আসরাফী ও ছাত্রদলের লোগো
ইনসেটে ছাত্রদলকর্মী শামীম আসরাফী ও ছাত্রদলের লোগো © টিডিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জকির উদ্দীন আবিরকে প্রধান করে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হাসান এবং সাইদুল ইসলামকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। 

আজ শনিবার (৫ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে জমার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শামীম আসরাফীর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জকির উদ্দীন আবিরকে প্রধান করে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হাসান এবং সাইদুল ইসলামের নেতৃত্বে তিন (৩) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’

প্রসঙ্গত, গত ৩০ জুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়। ২ জুলাই দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন।