কুবিতে র্যাগিংয়ের অভিযোগ, তদন্ত চলাকালে ক্লাস-পরীক্ষা স্থগিত
- ০৩ জুলাই ২০২৫, ১৬:৫৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে নবাগত শিক্ষার্থীদেরকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন ওই ব্যাচের সব ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত থাকবে।
প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘আমরা লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছি। লিখিত অভিযোগ পেলে আমরা সাথে সাথেই বহিষ্কার করে দিতাম। চার সদস্যের তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিবে এবং তদন্ত চলাকালীন ১৮ ব্যাচের সকল প্রকার শ্রেণী-কার্যক্রম স্থগিত থাকবে।’