এমবিএতে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়

ডিগ্রি নিয়ে উচ্ছ্বসিত এক শিক্ষার্থী
ডিগ্রি নিয়ে উচ্ছ্বসিত এক শিক্ষার্থী © ফাইল ফটো

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে যুক্তরাজ্য। প্রতিবছরই বিপুল সংখ্যক শিক্ষার্থী উন্নত শিক্ষাব্যবস্থা ও জীবনমানের আশায় দেশটিতে পাড়ি জমায়। ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান, গবেষণাকেন্দ্রিক পাঠদান ও বৈচিত্র্যময় পরিবেশ ছাত্রছাত্রীদের জন্য এক আকর্ষণীয় সুযোগ তৈরি করে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় বিভিন্ন ধরনের স্কলারশিপ, যার মাধ্যমে অনেক সময় বিনামূল্যে বা আংশিক মওকুফে শিক্ষাগ্রহণের সুযোগ থাকে।

বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের আওতায় আবেদন করতে পারেন। সম্প্রতি তেমনই একটি স্কলারশিপ ঘোষণা করেছে যুক্তরাজ্যের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ শেফিল্ড। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্কুলে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ে অধ্যয়ন করার সুযোগ পাবেন। তবে এই স্কলারশিপ কেবল তাদের জন্য প্রযোজ্য, যাঁরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি অফার (Offer Letter) অর্জন করেছেন।

সুযোগ-সুবিধা
* ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ করবে। এই স্কলারশিপ সরাসরি টিউশন ফিতে প্রযোজ্য হবে, কোনো নগদ অর্থ প্রদান করা হবে না।

আবেদনের মানদণ্ড
* আবেদনপত্র, জমা দেওয়া নথি এবং ভর্তির সাক্ষাৎকারে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে প্রার্থী
* যে সব শিক্ষার্থী ইতিমধ্যে অন্য কোনো বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন, তাঁরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না

নির্বাচন প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্যানেল আবেদনকারীর এসওপি, রিকমেন্ডেশন লেটার এবং অন্য সহায়ক নথির ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। প্রার্থীদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর (২০০ শব্দের মধ্যে) দিয়েও মূল্যায়ন করা হবে-

* আপনি কেন এমবিএ করতে চান। 
* আপনার শক্তি কী এবং কোন ক্ষেত্রে উন্নতি প্রয়োজ। 
* শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ আপনা।  ক্যারিয়ার এগিয়ে নিতে কীভাবে অবদান রাখব। 
* পেশাদার নানা অর্জন আপনার ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ?
* এসব প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে আবেদনকারীর একটি স্কোর বরাদ্দ করা হবে।

আবেদনের সময়সীমা
* শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আলাদা করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া সব আবেদনকারী এ সুযোগের জন্য বিবেচিত হবেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.sheffield.ac.uk/management/mba/scholarship-scheme