শাবিপ্রবিতে প্রভাষক নিয়োগে প্রথম হওয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসন ক্যাডারে ফাস্ট শরিফের

শরিফ খান
শরিফ খান © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে প্রথম হওয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সম্প্রতি ৪৪তম বিসিএস পুলিশে ক্যাডারে প্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শরিফ খান। আজ বুধবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানান তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও ৪৪তম বিসিএস পুলিশ দুই জায়গায় আমার ফলাফল নিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের যে সংবাদ ছড়িয়েছে বিষয়টি আসলে সেরকম নয়। সাধারণত বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিষয়টি সিন্ডিকেটে নির্ধারণ হয়। সেখানে ভাইভা, রেজাল্ট, পাবলিকেশন ইত্যাদি বিষয়ের উপর সামগ্রিক প্রেক্ষিতে রেজাল্ট হয়। যেহেতু এখনো এই নিয়োগের সিন্ডিকেটই হয়নি, তাই আমি ১ম হয়েছি তার কোনো ভিত্তি নেই।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান স্যার বলেছেন, আমি প্রথম দিকে আছি। আমি প্রথম হয়েছি একথা তিনি বলেননি। আমরা ভাইভা দিয়েছি ৩৫ জনের মতো। সেখানে প্রথম থেকে পঞ্চম অথবা দশম পর্যন্ত সবাইকেই প্রথম দিকে আছে বলা যায়। সেজন্য আমি প্রথম হয়েছি এটার কোনো ভিত্তি নেই। খবরের শিরোনাম এবং সামাজিক মাধ্যমে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা থেকে বিভ্রান্ত না হতে সবাইকে আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত পুলিশ ক্যাডারে প্রথম হন শরিফ খান। এরপর লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী সাংবাদিকের এক বক্তব্যে বলেন, ‘সে (শরিফ) আসলেই মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও প্রথমদিকে রয়েছে। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে ‘বিসিএস পুলিশ ও প্রভাষক নিয়োগে প্রথম শরিফ’ শিরোনামে যে নিউজ প্রকাশিত হয়েছে তা থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।