ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতার উদ্যোগে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন
- ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়।
ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, ‘আমরা বিশ্বাস করি, জ্ঞানই মুক্তির সত্য পথ। ‘মুক্তির পাঠাগার’ শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি এক চিন্তার জায়গা, মুক্ত মত প্রকাশের জায়গা। মধুর ক্যান্টিন, যেখানে ইতিহাস কথা বলে, সেখানেই আমরা গড়ে তুলেছি একটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চ। এখানে যে কেউ আসতে পারে, পড়তে পারে, ভাবতে পারে।’
তিনি আরো বলেন, ‘এটি কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সচেতন, সাহসী এবং চিন্তাশীল প্রতিটি শিক্ষার্থীর জায়গা। আমরা চাই, এই পাঠাগার হোক একটি নীরব বিপ্লবের সূচনা।’
এ সময় উপস্থিত ঢাবি শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ঢাবি ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল রাহাত, ওমর ফারুক ইসলাম, এস এম হলের ছাত্রদল নেতা শাকিকুল ইসলাম সাগর, মাহফুজ আলী, আসিফ হাসান, শামীম বিন রফিক, মুশফিকুর রহমান, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক, এফ রহমান হলের জাকী তাজওয়ার, মাশুক তাজওয়ার মুগ্ধ, জসীমউদ্দিন হলের সাহিল আব্দুল্লাহ, শহীদুল্লাহ হলের সিফাত খান।
এছাড়া ছাত্রনেতা মাহমুদুল হাসান হিমু, রেজওয়ান উল আরেফিন, মিরাজুল ইসলাম উপস্থিত ছিল।