স্ত্রীর অভিযোগে স্বামীর কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবিয়ার আখাউড়া উপজেলায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত স্বামী মো. এরশাদকে (৩৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত এরশাদ মসজিদপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন বলে অভিযোগ করেন স্থানীয়দের।

এরশাদের স্ত্রী ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করে জানান, মাদকাসক্ত স্বামী প্রতিনিয়ত তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, ‌‘তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’