এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামে ছয় মাসে ৯ লাখ আবেদন নিষ্পত্তি
- ০২ জুলাই ২০২৫, ১৮:২৮
বিগত ছয় মাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১ জুলাই পর্যন্ত অনিস্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।
আজ বুধবার (২ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরেন।
প্রতিবেদন তুলে ধরে ইসি সচিব বলেন, গত ১ জানুয়ারি ঝুলে থাকা এনআইডি আবেদন নিষ্পত্তি করতে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয় ইসি। তার পর থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন জমা পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি।
তিনি জানান, ক্র্যাশ প্রোগ্রাম শুরুর সময় অনিস্পন্ন আবেদন সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮৩৬টি। অর্থাৎ ৩০ জুন পর্যন্ত মোট আবেদন সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি করেছে সংস্থাটি। সে হিসেবে গত ১ জুলাই পর্যন্ত অনিস্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।
তিনি আরও বলেন, আবেদনকারীরা এনআইডিতে বিভিন্ন ধরনের ভুল বা তথ্যগত অসঙ্গতির কারণে সংশোধনের আবেদন করেন। এসব আবেদন জটিলতার ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে নিষ্পত্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, এনআইডি পরিচালক (পরিচালনা) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।