দায়িত্ব শেষে রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, জানালেন প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

আমাদের দেশে রাজনীতি করলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ কেবল দুর্নীতিপরায়ণদের জন্যই খোলা থাকে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ইন্টারিম দায়িত্ব শেষে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে জানিয়েছেন। ফের সাংবাদিকতা এবং লেখালেখির জগতে ফিরতে চান তিনি।

শফিকুল আলম আজ বুধবার (২ জুলাই) ফেসবুক পোস্টে লিখেছেন, ইন্টারিম ভবিষ্যৎ নিয়ে নানা রকম গুঞ্জন চলছে। কিছু বন্ধু-বান্ধবের কাছ থেকে শুনেছি, আমি নাকি প্রেস সেক্রেটারির দায়িত্ব শেষ করে কোনো শীর্ষ রাজনৈতিক দল বা নতুনভাবে গঠিত কোনো দলে যোগ দিচ্ছি। সত্যি বলতে, আমার রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো মোহ নেই। আর সংসদ সদস্য বা বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পর যে ধরনের জীবনযাপন শুরু হয়—সেই জীবনও আমাকে টানে না।

তিনি আরও বলেছেন, সিঙ্গাপুর বা ইউরোপের মতো কিছু জায়গায় রাজনীতি নেতৃত্ব হয়তো সম্মানজনক ও আর্থিকভাবে স্বচ্ছ। কিন্তু আমাদের এখানে রাজনীতি করলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ কেবল দুর্নীতিপরায়ণদের জন্যই খোলা থাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি—ইন্টারিম দায়িত্ব শেষে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি আবার সাংবাদিকতায় এবং লেখালেখির সক্রিয় জগতে ফিরে যেতে চাই।

আরও পড়ুন: ‘রিপিট ক্যাডারে’ অসন্তোষ, শূন্য পদে সুযোগ চান নন-ক্যাডাররা

কিছু বই লেখার পরিকল্পনা অনেকদিনের জানিয়ে প্রেস সচিব বলেন, চাইলে জীবনের বাকি সময়টুকু কেবল জুলাইয়ের গণজাগরণ নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি। আমি জীবনে কখনো এত স্পষ্ট, সাহসী, সৌন্দর্যময় ও ব্যাপক এক রাজনৈতিক আন্দোলন দেখিনি। যেমন রবার্ট ক্যারো তার প্রিয় বিষয়ের ওপর—লিন্ডন বি জনসনকে নিয়ে—সারা জীবন ধরে লিখে গেছেন, তেমনি একজন লেখক চাইলে তার পুরো জীবনটাই জুলাইয়ের বিপ্লব (হ্যাঁ, জানি—কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটি সহ্য করতে পারেন না) নিয়ে কাটিয়ে দিতে পারেন।

তিনি বলেন, প্রশ্ন হলো—এই নতুন রূপান্তরের পথে আমি নিরাপদ থাকব তো? গত কয়েক মাসে আমাকে প্রচুর হুমকি এসেছে—বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে। তবে হয়তো এই হুমকিগুলো এসেছে কিছু হতাশ মানুষের কাছ থেকে—যারা জনসমর্থনের শেষ আশাটুকুও হারিয়ে ফেলেছে।

শফিকুল আলম বলেন, আমি পরম করুণাময় আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তাঁর কাছেই আমরা প্রত্যাবর্তন করব। আমি আমার পোস্ট-ইন্টারিম জীবন নিয়ে আশাবাদী।