নবমস্থানে ওঠার সুযোগ বাংলাদেশের

বাংলাদেশ দল
বাংলাদেশ দল © সংগৃহীত

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে বর্তমানে দশমস্থানে বাংলাদেশ। তবে সামনে রয়েছে উন্নতির সুযোগ—শুধু একটি জয় পেলেই র‌্যাঙ্কিংয়ে নবমস্থানে উঠে যেতে পারে টাইগাররা।

বুধবার (২ জুলাই) থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই সিরিজে বাংলাদেশ যদি অন্তত একটি ম্যাচ জেতে, তবে রেটিং পয়েন্ট দাঁড়াবে ৭৭। যদিও ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং ৭৭, তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকবে বাংলাদেশ, ফলে নবমস্থান নিশ্চিত হবে টাইগারদের।

তবে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও অষ্টমস্থানে ওঠা সম্ভব নয় বাংলাদেশের। সে ক্ষেত্রে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ৮৩, তবে তা নবমস্থানেই থাকবে। কারণ, আটে থাকা দলের সঙ্গে বেশ ব্যবধান।

অন্যদিকে, যদি বাংলাদেশ সিরিজে হোয়াইটওয়াশ হয়, তাহলে রেটিং কমে হবে ৭৪, তাতে র‌্যাঙ্কিংয়ে দশমস্থানেই থেকে যাবে সাকিব-তামিমহীন দলটি।

শ্রীলঙ্কা বর্তমানে ১০৪ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের চতুর্থস্থানে। তবে তারা যদি বাংলাদেশর কাছে সিরিজ হারে বা মাত্র একটি ম্যাচেও পরাজিত হয়, তাহলে তাদের নেমে যেতে হবে পঞ্চমস্থানে। চতুর্থস্থান ধরে রাখতে হলে লঙ্কানদের অবশ্যই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে।