রাবিপ্রবিতে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত

র‌্যালিতে নেতৃত্ব দেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান
র‌্যালিতে নেতৃত্ব দেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান © টিডিসি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই প্রশাসনিক ভবন-১-এর সামনে বেলা আড়াইটায় জুলাই বিপ্লবের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবন-১ থেকে স্মৃতিস্তম্ভ হয়ে ঘুরে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

র‌্যালিতে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন করেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

এ সময় তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে নতুন দেশ পেলাম, আমরা এর মধ্যে দিয়ে নিজেরা সংশোধিত হতে চাই। ৫৫ বছর বাংলাদেশে  যা হয়নি, এ দেশের প্রতিটি মানুষ যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের কথা বলতে পারেন, সে রকম পরিবেশ যেনে আমরা তৈরি করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে দেশের ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

পরে জুলাই বিপ্লবে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া করা হয়।