লুঙ্গি-গামছায় দেশি ঢঙে বিদায় জানালেন জার্মান রাষ্ট্রদূত

জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার ও তার স্ত্রী
জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার ও তার স্ত্রী © সংগৃহীত

চার বছরের প্রাণবন্ত ও কর্মময় অধ্যায়ের পর এক অনন্য বিদায় জানালেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। ঢাকার অলিগলি আর মানুষের হৃদয়ের সঙ্গে যেভাবে তিনি নিজেকে মিশিয়ে নিয়েছিলেন, ঠিক তেমনই এক আন্তরিক ও ব্যতিক্রমী উপায়ে তিনি বিদায় নিলেন—রিকশা চালিয়ে।

সোমবার (৩০ জুন) জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ৩২ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে একেবারে দেশি ঢঙে রিকশা চালাচ্ছেন রাষ্ট্রদূত অখিম। পেছনে যাত্রী হিসেবে বসে আছেন তার স্ত্রী। ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসায় ভাসে রাষ্ট্রদূতের এই হৃদয়ছোঁয়া বিদায়।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আমার কাটানো চারটি বছর ছিল অত্যন্ত সুন্দর ও স্মরণীয়। এখন ঢাকা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বাংলাদেশ আমার হৃদয়ে রয়ে যাবে। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরে—আশা করি শীতকালে আবার দেখা হবে।’

বিদায়ের আগে রাষ্ট্রদূত অখিম ট্রস্টার নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অখিম ট্রস্টারের এই বিদায় শুধু কূটনৈতিক শিষ্টাচার নয়, এটি যেন হয়ে উঠেছে বাংলাদেশের প্রতি তার ভালোবাসার একটি আন্তরিক প্রকাশ। বিদায়ের মুহূর্তেও তিনি ছুঁয়ে গেলেন এ দেশের সংস্কৃতি, মানুষের জীবনধারা এবং মাটির ঘ্রাণ।