সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা আটক

শেখ হারুন অর রশিদ
শেখ হারুন অর রশিদ © টিডিসি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

এ বিষয়ে শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  শেখ হারুন অর রশিদকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হবে।