মুরাদনগরে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ
- ২৯ জুন ২০২৫, ২০:৪৯
কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।
রোববার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবা নাবিলা এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক শতাব্দী কর।
উপস্থিত বক্তারা অভিযোগ করেন, দেশে ধর্ষকদের কোনো কোনো ক্ষেত্রে সামাজিকভাবে পুরস্কৃত করা হচ্ছে, অথচ নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা অভিযুক্ত ফজর আলী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সহ-সভাপতি মাহবুবা নাবিলা বলেন, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সে ধর্ষক। ধর্ষণের বিচারহীনতার সংস্কৃতি রুখতে হলে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোরও পরিবর্তন জরুরি।
তিনি আরও বলেন, আমরা বিচারের অপেক্ষায় বসে থাকব না। সচেতন সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।