ঢাবির কবি জসীম উদ্দিন হলের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ছাত্রদলের

ফুল, মিষ্টি এবং কলম দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণের সময়
ফুল, মিষ্টি এবং কলম দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণের সময় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০২৪-২৫ সেশনে কবি জসীমউদ্দিন হলে আগত নবীন‌ শিক্ষার্থীদের ফুল, মিষ্টি এবং কলম দিয়ে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৯ জুন ) সকাল থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আসা নবীন শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও পরামর্শ দিয়ে সার্বক্ষণিক পাশে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ভবিষ্যতে যেকোনো সংকট ও সমস্যা নিরসনে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাশে থাকার নিশ্চয়তা দেন তারা। 

কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত আলিফ বলেন, নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসমুক্ত ও কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে আমরা দীর্ঘকাল সংগ্রাম করে এসেছি। নবাগত শিক্ষার্থীরা যেন নির্ভয়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে ও সুস্থ ক্যাম্পাস বিনির্মাণে অংশীজন হিসেবে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলবো। 

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল ওহেদ, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ হিমেল, সিফাত ইবনে আমিন, সাকিবুল ইসলাম শাওন, মোহাম্মদ হাসান, রাহুল,রিফাতুল আলম আকিব, শাহরিয়ার সাদমানসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।