৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল সরকার

‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল সরকার
‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল সরকার © সংগৃহীত

প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করেছে সরকার।

আজ রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গত ২৫ জুন (বুধবার) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ওই দিন, অর্থাৎ ৮ আগস্টকে সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে।

সরকারি এক পরিপত্রে দিবসটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে, দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়।

তবে এ ঘোষণার পর দিবসটি ঘিরে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়। এরপর আজ রবিবার উপদেষ্টা পরিষদ এক বৈঠকে ৮ আগস্টের ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিলের সিদ্ধান্ত নেয়।