৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
- ২৯ জুন ২০২৫, ১২:৪৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশে শেফালী বেগম (৩৮) নামে তিন সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিলপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অদ্ভুত এ মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে উঠেছে নানান প্রশ্ন।
নিহত শেফালী বেগম পৈতৃকভাবে কুমিল্লা জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে স্বামী হেলাল মিয়ার সঙ্গে নবীগঞ্জের বড় ভাকৈর গ্রামে বসবাস করছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যার দিকে গ্রামের বিলপাড়ে একজন নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা ছুটে যান। কাছ থেকে গিয়ে বুঝতে পারেন, তিনি শেফালী বেগম। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোসলের ভিডিও ডিলেটের আশ্বাসে ২ বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
তবে শেফালীর মৃত্যু ঘিরে গ্রামে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ এটিকে আত্মহত্যা মনে করলেও অনেকেই বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও রহস্য।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।