ময়মনসিংহে কৃষককে বল্লমের আঘাতে হত্যা, আহত ৪
- ২৯ জুন ২০২৫, ১০:০৬
ময়মনসিংহের তারাকান্দায় পূর্ববিরোধের জেরে এক কৃষককে বল্লম ও লাঠির আঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪৫) পশ্চিম বালিখা গ্রামের হাশেম আলীর ছেলে।
আহতরা হলেন- মাজেদা খাতুন (৪০), জোছনা খাতুন (৪০), জীবন্নাহার (৪৫) ও জেসমিন (৩৫)। আহতদের মধ্যে মাজেদা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জমিজমা ও ফিসারী নিয়ে অমিনুল ইসলাম দেওয়ানী এবং রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বেও বিবাদে জড়ায় দুই পক্ষ। এদিকে শনিবার সকালে আমিনুল ইসলাম দেওয়ানীর সাথে কথা কাটাকাটি হয় রফিকুল ইসলামের। পরমূহুর্তেই দেশীয় অস্ত্রসহ দেওয়ানী গ্রুপের সদস্যরা রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় বল্লম ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। পরে রফিকুলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে বালিখাঁ বাজারে আসার পর মারা যান তিনি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।