দেশে করোনা-ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ অবস্থা জানাল স্বাস্থ্য অধিদপ্তর
- ০১ জুলাই ২০২৫, ১৮:১১
প্রাণঘাতী করোনা ও ডেঙ্গু এখন দেশের চলমান রোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৫২১ জনের আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জনে। এদিকে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন সাতজন। যেখানে মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮২ শতাংশ। নিহত দুইজনের একজন পুরুষ এবং অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন চট্টগ্রাম বিভাগের, অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। এদের একজন সরকারি হাসপাতালে এবং অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: এনএসইউ ট্রাস্টি বোর্ডে নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান হলেন কায়সার
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর মারা গেছেন ২২ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। এর মধ্যে ২০২৫ সালেই শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।
সূত্র আরও জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬২ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৮ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৮৪ জন, যার মধ্যে পাঁচ হাজার ৫৮৩ জন পুরুষ ও তিন হাজার ৯০১ জন নারী।