কেন্দ্রের নির্দেশনা না মেনে ৯ ইউনিয়নে কমিটি জেলা ছাত্রদলের, বাতিল করল উপজেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় ঘোষিত শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন শাখার কমিটি বাতিল ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। 

আজ শনিবার (২৮ জুন) শাজাহানপুর উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান অভ্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বাতিল ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার শাজাহানপুর উপজেলার অধীনস্ত ০৯ টি ইউনিয়ন শাখার প্রকাশিত কমিটি কেন্দ্রীয় ছাত্রদল-এর নির্দেশনার ব্যত্যয় ঘটায় বগুড়া জেলা ছাত্রদল এর নির্দেশনায় ঘোষিত কমিটি বাতিল করা হইলো। অতি শীঘ্রই উক্ত ইউনিয়নগুলোতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হইবে।