জাবির ৭ম সমাবর্তনের দিনক্ষণ জানালেন উপাচার্য

৪২ তম বার্ষিক সিনেট সভা, জাবি
৪২ তম বার্ষিক সিনেট সভা, জাবি © সংগৃহীত

আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শনিবার (২৮ জুন) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ৪২ তম বার্ষিক সিনেট সভায় লিখিত বক্তব্যে এ  আগ্রহ প্রকাশ করেন তিনি। 

এর আগে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার ৩ বছর পর ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।  

লিখিত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, বিগত শিক্ষাবর্ষে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান), ১ হাজার ১ শত ৮২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর ৩ জন এমফিল এবং ৪৭ জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আমি অর্জিত ডিগ্রিধারীদের এই সিনেটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তাঁরা কর্মক্ষেত্রে মেধা, দক্ষতা এবং প্রজ্ঞায় অর্জিত ডিগ্রির মান সমুন্নত রাখবেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিনেট সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হবে।