চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল জামায়াত নেতার

জি এম ইলিয়াস
জি এম ইলিয়াস © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোটরসাইকেলে করে নগরে ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা জি এম ইলিয়াস (৬০)। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জি এম ইলিয়াস ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। পেশায় তিনি একজন মাদরাসা শিক্ষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী। নগরের বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

নিহতের ভাতিজা শহিদুল্লাহ তালুকদার বলেন, শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি ফটিকছড়ি থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের বাসায় ফিরছিলেন জি এম ইলিয়াস। নগরের আমানবাজার এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ করে তার মোটরসাইকেলের সামনে চলে আসে। সেটিকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জি এম ইলিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোক ও স্তব্ধতা।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে ফটিকছড়ির নিজ বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।