তেহরানে ফের বিস্ফোরণের শব্দ

তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে
তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ফের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার দিবাগত রাতে এসলামশহর, শাহরিয়ারসহ আশপাশের এলাকাগুলোতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরপরই ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটি। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চতুর্থ দিনেই এমন ঘটনা ঘটলো। এতে করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের আঁধারে পরপর কয়েকটি বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। 

এর আগে ১২ দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয় গত মঙ্গলবার। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে।

এ ছাড়া দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে।