ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতির পরিমাণ জানাল ব্লুমবার্গ
- ৩০ জুন ২০২৫, ১২:২৩
ইরানের পাল্টা হামলায় ইসরায়েল প্রায় ৩ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে—এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি করেছে। সামরিক ও বেসামরিক খাতে দুই সপ্তাহব্যাপী চলা এ হামলায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল।
১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় হামলা চালায়। এর জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর আওতায় ২২টি পৃথক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এই পাল্টা হামলায় অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। ব্লুমবার্গ বলছে, ইরানের এই আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহের দুর্বলতা স্পষ্ট হয়ে পড়ে, যার ফলে দেশটি বিপুল আর্থিক ক্ষতির শিকার হয়।
এদিকে ২২ জুন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—নাতানজ, ফোরদো ও ইসফাহানে বিমান হামলা চালায়। এর মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে ওয়াশিংটন।
অবশেষে, ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই বন্ধ হয়। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাতের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। [সূত্র: মেহের নিউজ]