মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি আরব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা এখন ৩০ দিনের মধ্যে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সুযোগ পাবেন।

এই বিশেষ সুবিধাটি চালু হয়েছে ২৬ জুন (হিজরি ১ মহররম) থেকে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া

ভিসাধারীদের আবেদন করতে হবে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম আবশের-এর মাধ্যমে। সেখান থেকে ‘তাওয়াসুল’ সেবা ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে হবে।

৩০ দিনের মধ্যে আবেদন করার অনুরোধ

জাওয়াজাত অনুরোধ করেছে, আগ্রহীরা যেন এই সুবিধা ৩০ দিনের মধ্যে গ্রহণ করেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলে আবেদনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানার সম্ভাবনা রয়েছে।

কারা এই সুবিধা পাবেন?

> যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে

> যারা সৌদি আরব থেকে নিজ দেশে ফিরতে ইচ্ছুক

অতিরিক্ত সহায়তা

যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা কোনো পরিচিত ব্যক্তি, নিকটস্থ ভিসা সেবা কেন্দ্র, বা সাইবার ক্যাফের সহায়তা নিতে পারবেন। সৌদি সরকার এর আগেও বিভিন্ন সময় প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে, যাতে তারা শান্তিপূর্ণভাবে এবং দণ্ড ছাড়াই ফিরে যেতে পারেন। এবারের পদক্ষেপও সেই ধারাবাহিকতারই অংশ।