রথযাত্রার শোভাযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহত ৮

রথযাত্রার শোভাযাত্রা
রথযাত্রার শোভাযাত্রা © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে রথযাত্রার শোভাযাত্রায় বিদ্যুতায়িত হয়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধামাধব জুলন মন্দির থেকে পাঠানদন্ডী মাহাজনঘাটার উদ্দেশে রথযাত্রা শুরু হওয়ার পর সুচিয়া সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রথযাত্রার শোভাযাত্রা চলাকালে রথের উপরের একটি ধাতব অংশ পাকা সড়কের উপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন পাশে থাকা অন্তত সাত থেকে আটজন। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে।