মাভাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, ১৩৮ আসন ফাঁকা
- ২৮ জুন ২০২৫, ০৮:২৭
গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ধাপের ভর্তি শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মোট ১৩৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান শুক্রবার (২৭ জুন) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট ৭৩৭ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার অনুষদ, লাইফ সায়েন্স অনুষদ ও বিজ্ঞান অনুষদ অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন ৬৫৭ জন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি সম্পন্ন করেছেন ২৫ জন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি সম্পন্ন করেছেন ৫৫ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ক্লাস শুরু হবে।