পিরোজপুরে বিয়ের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩৬
- ২৮ জুন ২০২৫, ১৫:১৬
পিরোজপুরের সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিয়ের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল হান্নান হাওলাদার (৩৫)। তিনি সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের স্বজনরা দুর্গাপুর চুঙ্গাপাশা এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুরের সিভিল সার্জন মতিউর রহমান বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে আশপাশের উপজেলার অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।