মার্কিন সামরিক ঘাঁটিতে অনুপ্রবেশ, গ্রেপ্তার ৪
- ২৮ জুন ২০২৫, ১১:৪২
যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে অনুপ্রবেশ এবং দুটি বিমান ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
কাউন্টার টেরোরিজম পুলিশিং সাউথ ইস্ট এক বিবৃতিতে জানায়, লন্ডনের দুই জন পুরুষ (বয়স ২৪ ও ৩৬ বছর) এবং এক ২৯ বছর বয়সী নারীকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি বা উসকানির সন্দেহে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ৪১ বছর বয়সী এক নারীকে অপরাধীকে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
যুক্তরাজ্যের ব্রাইজ নর্টনে রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশে অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সেখানে দুটি বিমান লাল রঙের পেইন্ট দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এ ঘটনার পর ফিলিস্তিনপন্থী কর্মী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ একটি ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায়, ঘাঁটিতে প্রবেশকারী দুই কর্মীর একজন জেট বিমানের টারবাইন ইঞ্জিনে রঙ স্প্রে করছেন।
এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।
বিক্ষোভের আয়োজক সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুইজন বিক্ষোভকারী অক্সফোর্ডশায়ারের রয়্যাল এয়ার ফোর্স ব্রিজ নর্টন ঘাঁটিতে প্রবেশ করে এবং তারপর জ্বালানি ও পরিবহনের জন্য ব্যবহৃত বিমান বাহিনীর দুটি ভয়েজার বিমান রঙ স্প্রে করেছে।